ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সাবেক এই মেয়রের ব্যাংক হিসাবে কি পরিমাণ অর্থ জমা আছে তা জানতে সব ব্যাংকে চিঠি দিয়েছে বিএফআইইউ।
মঙ্গলবার (২৭ জুলাই) বিএফআইইউ থেকে পাঠানো চিঠিতে আগামী তিন কার্যদিবসের মধ্যে সাঈদ খোকনের ব্যাংক হিসাবের তথ্য পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে সাঈদ খোকনের জাতীয় পরিচয়পত্র, পিতার নাম, মাতার উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। এর আগে আদালতের নির্দেশে সাঈদ খোকনের ব্যাংক হিসাব জব্দ করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।