করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে গত ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন জারি করে সরকার। আগের লকডাউনে শিল্প-কারখানা খোলা থাকলেও এবারের লকডাউনে তা বন্ধ রয়েছে।

গার্মেন্টস খোলা হবে কিনা এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এ মাসে গার্মেন্টস খোলার সম্ভাবনা খুবই কম। আমরা সবাইকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। দুই সপ্তাহ পরে গার্মেন্টস খুলে দেওয়া হবে। রফতানিমুখী সব শিল্প-কারখানা খুলে দেওয়া হবে।

মঙ্গলবার (২৭ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এদিকে ৫ আগস্টের পর লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কিনা বা লকডাউন তুলে দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ধীরে ধীরে সব খুলে দেওয়া হবে। একসঙ্গে সব খোলা হবে না।

তিনি আরও বলেন, প্রত্যেকের উচিত নিজস্ব জায়গা থেকে চেষ্টা করা। আমরা তো এভাবে বাঁচতে পারব না। আমদেরকে মাস্কও পরতে হবে আবার কাজও করতে হবে। দেশে টিকার সংকট কেটে গেছে। সবাইকে টিকার আওতায় আনা হবে।