দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সোমবার (২৬ জুলাই) দুপুর পর্যন্ত করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশের ২১ জেলায় ১৯৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৭ জন। করোনা ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছেন। চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় আটজন মারা গেছেন। কুমিল্লায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় লালমনিরহাটে চারজন, পঞ্চগড়ে দুইজন, দিনাজপুরে ছয়জন ও রংপুরে চারজন মারা গেছেন।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। খুলনায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় আরও আটজন প্রাণ হারিয়েছেন।
এছাড়া কিশোরগঞ্জে একজন, ঝিনাইদহে দুইজন, টাঙ্গাইলে চারজন, চুয়াডাঙ্গায় সাতজন, ফেনীতে সাতজন, যশোরে ১২ জন, বরিশালে ১২ জন ও বগুড়ায় ১৬ জনের মৃত্যু হয়েছে।