করোনার সংক্রমণ রোধে দেশে চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিনে শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে। ফেরিতে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রীরা।
রোববার (২৫ জুলাই) সরেজমিনে বাংলাবাজার ঘাটে গিয়ে এমন দৃশ্যই চোখে পড়ে। ছোট ছোট যানবাহনে করে ঘাটে আসা যাত্রীরা অনায়াসেই ফেরিতে উঠতে এবং নদী পার হতে পারছেন।
ফেরিতে যাত্রীবাহী কোনো বাস বা মাইক্রোবাস উঠতে দেওয়া হচ্ছে না। তবে প্রাইভেটকার, অ্যাম্বুলেন্সসহ পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান পার হচ্ছে। একই সঙ্গে গাদাগাদি করে নদী পার হচ্ছেন যাত্রীরা, উপেক্ষিত স্বাস্থ্যবিধি।
বরিশাল থেকে ঢাকাগামী আল লতিফ মিয়া বলেন, ঈদে বাড়ি এসেছিলাম। এখন ঢাকা যাচ্ছি। বরিশাল থেকে ভেঙে ভেঙে বাংলাবাজার ঘাটে এসেছি। মোটরসাইকেলে ১ হাজার ১০০ টাকা ভাড়া দিয়ে এসেছি। এখন ফেরিতে পদ্মা পাড়ি দিচ্ছি। জানি না আরও কত টাকা ভাড়া গুনতে হবে।
বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাট ম্যানেজার মো. সালাউদ্দিন আহমেদ বলেন, নৌরুটে সকাল থেকে আটটি ফেরি চলছে। ফেরিতে পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ জরুরি গাড়ি পারাপার করা হচ্ছে। যাত্রীবাহী কোনো যানবাহন পার হতে দেয়া হচ্ছে না।