খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৮ জনের।
এর আগে গতকাল (শনিবার) এ বিভাগে করোনায় ৩৩ জনের মৃত্যু হয়েছিল। আর করোনা শনাক্ত হয়েছিল ২৪৭ জনের।
রোববার (২৫ জুলাই) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও খুলনায় ১১ জন, যশোরে ছয়জন, মাগুরায় তিনজন, মেহেরপুরে তিনজন, বাগেরহাটে দুইজন, ঝিনাইদহে দুইজন, সাতক্ষীরায় একজন, নড়াইলে একজন ও চুয়াডাঙ্গায় একজন রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত এ বিভাগে ৮৭ হাজার ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন ২ হাজার ১৭১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজার ৩২৮ জন।