করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান ১৪ দিনের কঠোর লকডাউনের আজ দ্বিতীয় দিন (২৪ জুলাই)। কঠোর লকডাউনেও বিধিনিষেধ অমান্য করে বিনা কারণে বাইরে বের হচ্ছেন মানুষ।
বিনা কারণে যারা বাইরে বের হচ্ছেন তাদের আটক করা হচ্ছে। অপ্রয়োজনে বের হওয়ায় বেলা ১১টা পর্যন্ত মিরপুর থেকে ১২০ জনকে আটক করা হয়েছে।
শনিবার (২৪ জুলাই) এ তথ্য জানান ডেপুটি পুলিশ কমিশনার ও মিরপুর জোনের ডিসি এ. এস. এম মাহতাব উদ্দিন।
তিনি বলেন, বিভিন্ন অজুহাত দেখিয়ে যারা বের হচ্ছেন তাদের আটক করা হচ্ছে। বেলা ১১টা পর্যন্ত মিরপুর থেকে ১২০ জনকে আটক করা হয়েছে। এটি অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে কঠোর লকডাউনেও দুর্ভোগ নিয়ে রাজধানীতে ফিরছে মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় মোটরসাইকেল, রিকশা কিংবা পায়ে হেঁটে ঢাকায় ফিরছে তারা।
তবে ঢাকায় প্রবেশ করতে চেকপোস্টের বাধা অতিক্রম করতে হচ্ছে। জরুরি পরিষেবা ব্যতীত অন্য কোনো গাড়িকে ঢাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সবগুলো গাড়ি চেক করা হচ্ছে।
এ. এস. এম মাহতাব উদ্দিন আরও জানান, যারা অতিপ্রয়োজনে ঢাকায় ফিরছেন তাদের ক্ষেত্রে ছাড় দেয়া হচ্ছে। অজুহাত দেখিয়ে কেউ ঢাকায় প্রবেশ করতে পারছেন না বলেও জানান তিনি।