পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে রাকিবুল ইসলাম বলেছেন, এই আনন্দঘন উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি। ঈদের এই আনন্দঘন মূহুর্ত অম্লান হোক।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান ত্যাগ আর কোরবানির মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদউল আযহা সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে। ঈদউল আযহায় প্রিয় বস্তুকে মহান আল্লাহর উদ্দেশে উৎসর্গের মাধ্যমে তার সস্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহিম (.) স্থাপন করেছেন, তাবিশ্ববাসীরজন্যচিরকালইঅনুকরণীয়ওঅনুসরণীয়।ঈদুলআযহারশিক্ষাওআদর্শআমাদেরপ্রাত্যহিকজীবনেঅনুসরণকরাউচিতবলেতিনিমনেকরেন।তিনিদেশবাসীরকল্যাণকামনাকরেন।

তিনি আরও বলেন, আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই।


বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই এবারও আমরা ঈদুল আযহা উৎযাপন  করেছি । মহান আল্লাহ্ যেন আমাদের পৃথিবীকে এই ভয়াল মহামারি থেকে হেফাজত করেন।