প্রেস বিজ্ঞপ্তিঃ
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
লক্ষ্মীপুর–৩ (সদর) আসনের সাংসদ, লেটস গো–অন ফাউন্ডেশন “এলজিএফ” এর প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক সদস্য, বাংলাদেশ ইয়ুথ ক্লাব “বিওআইসি” এর সহ–প্রতিষ্ঠাতা সেন্ট্রাল কার্যনির্বাহী কমিটির সদস্য, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান “স্বপ্ন স্কুল” এর প্রতিষ্ঠাতা এবং কার্যনির্বাহী সদস্য ও “বন্ধন”(স্বেচ্ছায় রক্তদান) এর প্রতিষ্ঠাতা আজীবন সদস্য, সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী, লক্ষ্মীপুর–৩ (সদর) তথা সমগ্র লক্ষ্মীপুরবাসী ও দেশবাসী সর্বস্তরের সকলকে পবিত্র ঈদ–উল– আযহারের অফুরন্ত শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন “এ কে এম শাহজাহান কামাল”।
ঈদুল আযহা উপলক্ষ্যে গণমাধ্যমকে দেয়া এক শুভেচ্ছা বিবৃতিতে তিনি জানান, লক্ষ্মীপুর–৩ (সদর) তথা সমগ্র লক্ষ্মীপুরের সর্বস্তরের সকলকে, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতা–কর্মীদেরকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ–উল–আযহারের অফুরন্ত শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ঈদ ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেয় ও ধনী–গরীবের ভেদাভেদ ভুলে সবাইকে আনন্দের এক সূতায় বেঁধে দেয়। হিংসা বিদ্বেষ ও ধনী–গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থ্যতার সহিত ঈদ উদযাপন করবে বলে আমরা দোয়া কামনা করছি। আসুন আমরা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাদক ও সন্ত্রাস মুক্ত একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
তার পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি সবাই মেনে চলুন ও নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আসুন সকলে সতর্ক থাকি এবং বেশী বেশী আল্লাহর কাছে দোয়া চাই যাতে আল্লাহ আমাদেরকে এই গজব থেকে মুক্তি দেন’।