একমাত্র টেস্ট ম্যাচের পর ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৫ রানের বড় জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার(১৬ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ অভিনন্দন বার্তার কথা জানান।
স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ জয়ের পর ওয়ানডে সিরিজের প্রথমটিতেও বড় জয় পেয়েছে বাংলাদেশ। এদিন হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৭৬ রান করে বাংলাদেশ। জবাবে ১২১ থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। বাংলাদেশের পক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেন লিটন দাস। বাংলাদেশের পক্ষে বল হাতে একাই ৫ উইকেট শিকার করেন সাকিব আল হাসান।