মহামারি করোনা পরিস্থিতিতে টানা ২২ দিন বন্ধ থাকার পর দূরপাল্লার গণপরিবহন চলাচল শুরু হয়েছে। সরকারি নির্দেশনা মেনে এক সিট ফাঁকা রেখে ৬০ ভাগ বেশি ভাড়া এবং স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল করবে।

তবে, দূরপাল্লার যাত্রীরা বাস টার্মিনালে ভিড় করলেও, নির্ধারিত ৬০ ভাগ বেশি ভাড়ার চেয়েও অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। ঈদযাত্রার জন্য প্রস্তুত হয়ে গেছে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল। কঠোর বিধিনিষেধে দীর্ঘদিন বন্ধ থাকলেও, ৮ দিনের বিধিনিষেধ শিথিলের ঘোষণায় বুধবার রাত থেকে শুরু হয়েছে যান চলাচল।

পরিবহণের চালক, শ্রমিক ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার বেশকিছু নির্দেশনা রয়েছে। মাস্ক ছাড়া কোনো যাত্রী ওঠানো যাবে না, অর্ধেক আসন ফাঁকা রাখতে হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে টার্মিনালগুলোতে মনিটরিং টিম কাজ করবে বলে জানিয়েছেন পরিবহণ সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি আবুল কালাম জানান,’আমাদের শ্রমিক ইউনিয়ন একটা ভ্রাম্যমাণ টিম রেখেছে পুরা টার্মিনালে। তাদের কাছে সেনিটাইজার থাকবে। তারা সেনিটাইজ করবে।’

এদিকে গণপরিবহণ চালুর খবরে বুধবার বিকেল থেকেই টার্মিনালগুলোতে ভিড় করেন যাত্রীরা। ৬০ ভাগ অতিরিক্ত ভাড়ার কথা থাকলেও, এর চেয়েও বেশি ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের।

ঈদের আগে গণপরিবহণ চালু হওয়ায় কিছুটা হলেও, ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে মনে করছেন পরিবহণ সংশ্লিষ্টরা।