সরকার ঘোষিত দ্বিতীয় দফায় সর্বাত্মক লকডাউনে রাজধানীতে মানুষের চলাচল অনেক বেড়ে গেছে। গণপরিবহণ ছাড়া সড়কে সবই থাকায় রাজধানীতে বেশিরভাগ সড়কে যানজট লেগে ছিল।
সোমবার (১২ জুলাই) সরেজমিন গিয়ে দেখা যায়, সকাল থেকেই তীব্র যানজট রয়েছে রাজধানীর শাহবাগ, বাড্ডা, মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার, বিজয় সরণি এলাকায়। এই যানজট তৈরি হয়েছে ব্যক্তিগত গাড়ি, সিএনপি চালিত অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল চলাচলের কারণে। এর মধ্যে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল বেশি।
অপরদিনের তুলনায় আজ ঢাকায় অলিগলিতে বেশ কিছু দোকানপাটও খুলতে দেখা গেছে এবং মানুষের কোলাহল ছিল একটু বেশিই।
এ পরিস্থিতির কারণ হিসেবে জানা যায়, লোকজন মনে করছেন আসন্ন ঈদুল আজহা উপলক্ষে লকডাউন শিথিল হতে পারে। এই ধারণা থেকেই মানুষ রাস্তায় নেমেছে।
বেলা ১১ টার দিকে ফার্মগেট মোড়ে সাব্বির নামে সিএনজি চালিত অটোরিকশা চালক বলেন, বনানী থেকে এখানে আসতে এক ঘণ্টা লেগে গেছে। লকডাউন শিথিল হতে পারে জেনে লোকজন বেরিয়ে গেছে।
কারওয়ান বাজার এলাকা থেকে রাজীব নামে এক রিকশাচালক বলেন, রাস্তায় যানজটের কারণে পান্থপথ থেকে কারওয়ান বাজারের কাঁচাবাজার পর্যন্ত আসতে ৪৫ মিনিট লেগেছে। অন্য সময় এর অর্ধেকের কম সময় লাগে।