প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে ২২০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৬৮ জন। আক্রান্তের এই সংখ্যা দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ।

সোমবার (১২ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিমতে দেশে নতুন আক্রান্ত শনাক্তসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন। এছাড়া মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৬৩৯ জনের।

একদিনে ৪৪ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করে এই তথ্য জানা গিয়েছে। একদিনে পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ৩১.২৪ শতাংশ।

এর আগে রোববার একদিনে দেশে করোনায় মারা গিয়েছিল ২৩০ জন। এটা একদিনে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এছাড়া ওইদিন আক্রান্ত শনাক্ত হয়েছিল ১১ হাজার ৮৭৪ জন।