বিশৃঙ্খলা দেখা দেওয়ার শঙ্কা থেকে হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসির সন্দেহভাজন চার খুনিকে গুলি করে হত্যা করেছে দেশটি পুলিশ। একই সঙ্গে সন্দেহভাজন আরও দুইজনক গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
বুধবার দেশটির পুলিশ প্রধান বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রেসিডেন্টকে হত্যায় সম্পৃক্ত সন্দেহভাজন চারজনকে হত্যা করতে সক্ষম হয়। একই সঙ্গে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ প্রধান লিওন চার্লস বলেন, নিহত চারজন ভাড়াটে। বুধবার রাতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে এসব সন্দেহভাজন সন্ত্রাসীদের ভয়াবহ বন্দুকযুদ্ধ হয়।
তিনি আরও বলেন, প্রেসিডেন্টকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় আমরা তাদের ঘিরে ফেলি। এরপর থেকেই তাদের সঙ্গে বন্দুকযুদ্ধ চলছিল।
বুধবার নিজ বাড়িতে ক্যারিরীয় অঞ্চলের দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গুলিতে ফাস্ট লেডি গুরুতর আহত হন।
উত্তর আমেরিকার একটি দরিদ্রতম দেশ হাইতি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটিতে পরিবর্তনের ঘোষণা দেন জোভেনেল মোইসি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘বিদেশি গ্রুপের’ সহায়তায় একটি কমান্ডো গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
৫৩ বছর বয়সী জোভেনেল মইসি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট পদে ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল।