প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে দেশে মারা গিয়েছেন আরও ১৯৯ জন। এদের মধ্যে ঢাকা বিভাগেরই ৬৫ জন। খুলনা বিভাগের ৫৫ জন ও চট্টগ্রামের ৩৭ জন মারা গেছেন একদিনে। এছাড়া একদিনে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৬৫১ জন।
বৃহস্পতিবার (০৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তাদের পাঠানো বিজ্ঞপ্তি মতে যার ফলে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯২ জন। এছাড়া মোট আক্রান্ত শনাক্ত দাঁড়িয়েছে ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জন।
৩৬ হাজার ৮৫০টি নমুনা পরীক্ষা করে এই আক্রান্ত শনাক্ত করা হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১.৬২ শতাংশ।
এর আগে বুধবার (০৭ জুলাই) এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে মারা যান ২০১ জন। তাছাড়া ওই সময় আক্রান্ত শনাক্ত হন ১১ হাজার ১৬২ জন।