ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে একরাশ রোমাঞ্চ ছড়ানো টাইব্রেকারে ৩-২ ব্যবধানে কলম্বিয়াকে হারাল আর্জেন্টিনা।
আগামী ১১ জুলাই রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।
ফাইনালে ওঠার আনন্দে আর্জেন্টিনা দলের অধিনায়ক এতটাই আপ্লুত যে, ৪৫ দিন পরিবারকে না দেখার বেদনাই ভুলে গেছেন।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মেসির আহত পায়ের ছবি।
ছবিতে দেখা গেছে— মেসির বুটের ওপর পায়ের গিট ফেঁটে রক্ত ঝরছে, যা এংলেট চুইয়ে গোল বৃত্তাকার জমাট হয়ে গেছে।
অন্য আরেকটি ছবিতে দেখা গেছে, মাঠে পায়ের ওই ক্ষত নিয়ে কাঁতরাচ্ছেন মেসি। কষ্টে তার কান্না বেরিয়ে আসছে প্রায়।