করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে। একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড এটি।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১০ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনায় নয়জন ও উপসর্গ নিয়ে একজন মারা যান।
এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন- খুলনা মহানগরীর সোনাডাঙ্গার ঝর্ণা বেগম (৬০) ও লবনচরার রুমানা বেগম (৭১), বটিয়াঘাটার নারায়ন চন্দ্র (৮০), নড়াইল নড়াগাতীর এসএম বোরহান (৪৫), বাগেরহাট ফকিরহাটের সুনীল রায় (৭৫), একই এলাকার বাগানবাড়ীর আব্দুল হামিদ (৮৭), যশোর সদরের ঝুমুর বেগম (২৫), কেশবপুরের সুশান্ত কুন্ডু (৫৫), একই এলাকার শরিফা খাতুন (২৭)।
ডা. সুহাস রঞ্জন হালদার আরও বলেন, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪১ জন ও সুস্থ হয়েছেন ৩২ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮৯ জন।