টাঙ্গাই‌লে গত ২৪ ঘন্টায় ক‌রোনা ও উপসর্গ নি‌য়ে ৭ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১৩৫ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে ৷

মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লের তত্ত্বাবধায়ক ডা.খন্দকার সা‌দিকুর রহমান।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতাল‌টি‌তে চি‌কিৎসাধীন অবস্থায় ক‌রোনা আক্রান্ত ৩ জ‌ন আর উপসর্গ নি‌য়ে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনায় আরও ২ জন মারা গেছেন বলে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যে তিনি অবগত হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় ৭১৩ জ‌নের নমুনা পরীক্ষায় ৪১৩ জ‌নের ক‌রোনা ভাইরাস শনাক্ত হ‌য়ে‌ছে। জেলায় ক‌রোনা সংক্রম‌ণের হার দাঁড়ি‌য়ে‌ছে ৫৭.৯২ শতাংশে। জেলায় আজ সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২২৩, মির্জাপুরে ৪২,কালিহাতীতে ৩১, মধুপুরে ২৬, ঘাটাইলে ২৩, দেলদুয়ারে ২১, ভূয়াপুরে ১৩, সখিপুরে ১০, গোপালপুরে ৯, বাসাইলে ৬, ধনবাড়িতে ৫, নাগরপুরে ৪ জন। মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ৯০৪৪ জন। করোনায় মারা গেছেন ১৩৫ জন। সুস্থ হয়েছেন ৪৮৯৩ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৭৪ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫৭৩৬
জন।