গত ৩০ মে রাজধানীর ব্যস্ততম এলাকায় বিজিয় সরণি থেকে ছিনতাই হয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত মোবাইল ফোন। তবে চারবার দখল বদলে আইফোন-এক্স মডেলের ফোনটি ৩০ হাজার বিক্রি হয়েছে বলে জানা গেছে।
সর্বশেষ যে ফোনটি কিনেছে তাকে এখনও গ্রেফতার করা না গেলেও ফোন ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একইসাথে যে মন্ত্রীর হাত থেকে ফোনটি ছিনতাই করেন তাকেও শনাক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, ছিনতাইকারী ফোনটি বিক্রি করেছিলেন একজনের কাছে। এরপর হাতিরপুলের একটি দোকান থেকে আরও দুইবার হাত বদল হয়। এরপর সেখান থেকে একজন ‘আইফোন-এক্স’ মডেলের ফোনটি কিনেছেন ৩০ হাজার টাকায়।
এ ব্যাপারে কাফরুল থানার এস আই ফরিদুল আলম জানান, ফোনটি কীভাবে কার কাছে আছে তা জানতে পেরেছি। আমরা আশা করছি, ফোনটি উদ্ধার করতে পারবো।
পুলিশের মিরপুর বিভাগের ডিসি আ স ম মাহতাব উদ্দিন জানান, ফোনটি যার কাছে বিক্রি হয়েছে, তার ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না। ওই দোকানির কাছে সেই ব্যক্তির কোনো তথ্য নেই। যিনি সর্বশেষ ফোনটি কিনেছেন, তিনি তো চোর নন। সম্ভবত ভয়ে ফোনটি বন্ধ করে রেখেছেন তিনি।