দেশের দক্ষিণাঞ্চল খুলনা বিভাগে একদিনে আরও ৪০ জন মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে। এই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্তে হয়েছেন আরও ১ হাজার ৮৬৫ জন ।

মঙ্গলবার (০৬ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদ সুলতানার এসব তথ্য জানান।

তার দেওয়া তথ্যমতে একদিনে নতুন মৃত্যুসহ বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ৮৯৯ জন।

এছাড়া একদিনে যে আক্রান্ত হয়েছে তা বিভাগে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

এর আগে সোমবার (০৬ জুলাই) একদিনে মৃত্যু হয়েছিল ৫১ জনের। আর একইদিন সর্বোচ্চ ১ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

জানা যায়, গত একদিনে বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনায়। কুষ্টিয়ায় ১৩ জন, যশোরে ছয়জন, মেহেরপুরে তিনজন, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

প্রসঙ্গত, গতবছরের ১৯ মার্চ এই বিভাগের চুয়াডাঙ্গা জেলায় প্রথম করোনায় আক্রান্ত রোগী পাওয়া যায়।