প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ১৬৪ জন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৯ হাজার ৯৬৪ জন। যা দেশের ইতিহাসে একদিনে করোনায় মৃত্যু ও আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড।

সোমবার (০৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

প্রকাশিত বিজ্ঞপ্তি মতে, নতুন মৃত্যুসহ এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২২৯ জন। এছাড়া আক্রান্ত শনাক্তের মোট সংখ্যা এখন ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন।

একদিনে ৩৪ হাজার ২টি নমুনা পরীক্ষার পর আক্রান্ত শনাক্তের এই তথ্য জানা গেছে। বিগত একদিনে আক্রান্তের হার ২৯.৩০ শতাংশ।

এর আগে রোববার দেশে একদিনে করোনায় মারা গিয়েছিল ১৫৩ জন। ওই সময়ে আক্রান্ত শনাক্ত হয় আরও ৮ হাজার ৬৬১ জন।