করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান কঠোর লকডাউনের মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হয়েছে। লকডাউনের মেয়াদ আগামী ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিধিনিষেধ ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত বাড়ানো হলো।

এর আগে, গত ১ জুলাই ভোর ৬টা থেকে সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করে গত ৩০ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে শিল্প-কারখানা। লকডাউন বাস্তবায়নে পুলিশ-বিজিবির সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনী।

কঠোর লকডাউনে সরকারি-বেসরকারি অফিস, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌ পথে গণপরিবহন ও যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হলেই পেতে হবে শাস্তি।