ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৫৩ জনকে।

রোববার সকালে ৯৬ জন আরোহী নিয়ে সামরিক উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। গত ৩০ বছরের মধ্যে ফিলিপাইনের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ সামরিক উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা। এ ঘটনায় এখনো সেনাবাহিনীর পাঁচ সদস্য নিখোঁজ রয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হওয়া সি-১৩০ হারকিউলিস মডেলের পরিবহন উড়োজাহাজটির আরোহীদের বেশির ভাগই সেনাসদস্য।

সকালে ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেজানা জানান, ৮৫ জন আরোহী নিয়ে সামরিক উড়োজাহাজটি স্থানীয় কাগায়ান দে ওরো থেকে দক্ষিণাঞ্চলের মিন্দানাওয়ে যাচ্ছিল। উড়োজাহাজটি সকালে সুলু প্রদেশের জোলো দ্বীপে বিধ্বস্ত হয়।

পরে ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উড়োজাহাজটিতে আরোহীর সংখ্যা ছিল ৯২।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হওয়া ঘটনাস্থলের ছবিতে উড়োজাহাজটিতে আগুন জ্বলতে ও ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।