প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে দেশে মারা গিয়েছেন আরও ১৫৩ জন। যার মাধ্যমে দেশে করোনায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। এসময় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৮ হাজার ৬৬১ জন।
রোববার (০৪ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি মতে দেশে এখন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১৫ হাজার ৬৫ জন। এছাড়া মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন। একই সময়ে শনাক্তের হার ২৮.৯৯ শতাংশ।
এর আগে শনিবার দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৩৪ জন মারা গিয়েছিলেন। একইসময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৬ হাজার ২১৪ জন।