করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান সাতদিনের লকডাউনের তৃতীয় দিন আজ শনিবার (৩ জুলাই)। লকডাউন কার্যকর করতে রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

লকডাউনের প্রথম দুইদিন সড়কে যানবাহন চলাচল কম থাকলেও তৃতীয় দিন তা বেড়েছে। তবে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া বের হলে মামলা দেয়া হচ্ছে।

শনিবার (৩ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া ও রায়েরবাগ চেকপোস্ট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ সকালে পণ্যবাহী যানবাহন ছাড়াও প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেল এবং প্রচুর রিকশা চলাচল করতে দেখা গেছে।

তবে চেকপোস্টগুলোতে সবগুলো গাড়ি থামিয়ে চেক করা হচ্ছে। যথাযথ কাগজপত্র না থাকলে মামলা দিচ্ছেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা।

ডেমরা ট্রাফিক জোনের সার্জেন্ট শরিফুল ইসলাম বলেন, যথাযথ কাগজপত্র না থাকায় দুই গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছি। গাড়ির চাপ বেশি থাকলেও লকডাউনে যেসব গাড়ি চলাচলের অনুমতি রয়েছে সেসব গাড়িই চলছে। আমরা সব গাড়ি চেক করছি।

করোনার সংক্রমণ বাড়তে থাকায় গত বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হয়েছে সাতদিনের কঠোর লকডাউন। আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত চলবে এ লকডাউন।