গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক্যালের করোনা ওয়ার্ডে উপসর্গ ও আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৭ জন, নাটোরের ৩ জন, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা একজন রয়েছেন।
মৃতদের মধ্যে ৫ জন করোনা পজেটিভ, ৮ জন উপসর্গ নিয়ে মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬১ জন। এনিয়ে ৪০৫ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৭৮জন।
এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৭৪টি নমুনা পরীক্ষায় ১০০ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৬ দশমিক ৭৪শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ১৮০ নমুনা পরীক্ষায় ৪৯জনের পজেটিভ আসে। শনাক্ত হার ২৭ দশমিক ২২ শতাংশ।