মহামারি করোনাভাইরাসের উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে সারাদেশে জারি করা কঠোর লকডাউনের দ্বিতীয় চলছে। শুক্রবার (০২ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় লকডাউন অমান্য করে বাইরে বের হওয়ার অপরাধে ৩২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
একইসময়ে ২০৮ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে বলেও জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি সূত্র। এর আগে লকডাউন অমান্য করে বাইরে বের হওয়ায় শুধু মাত্র মিরপুর এলাকা থেকেই আটক করা হয় ৩০ জনেরও অধিক ব্যক্তিকে।
এছাড়া লকডাউনের প্রথমদিন (১ জুলাই) বাইরে বের হওয়ায় ৭৫৫ জনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এ তথ্য নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ মানাতে সারাদিন চেকপোস্ট, টহল ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সারাদিনে বিনা কারণে ঘর থেকে বের হয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ৪৯৭ জন। এছাড়া বিধিনিষেধ অমান্যের দায়ে আরও ২৫৮ জনকে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে।