বিশ্বে ফের বেড়েছে করোনায় মৃত্যু ও আক্রান্ত। একদিনে মৃত্যু হয়েছে ৮ হাজার ১শ ৭২ জন। একদিনে শনাক্ত ৪ লাখ ২২ হাজারের বেশি। এ নিয়ে বিশ্বে মোট শনাক্ত ১৮ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার ছাড়িয়েছে। মোট মৃত্যু ৩৯ লাখ ৭০ হাজার ৬শর বেশি।
এদিকে, ব্রিটেনসহ বিশ্বে করোনা আক্রান্তদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের তুলনায় আরও বেশি ক্ষতিকর ও প্রাণঘাতী ছত্রাকের সংক্রমণ বাড়ছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। জার্মানিতে ১ম ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়াদের আরও বেশি সুরক্ষার জন্য ২য় ডোজ হিসেবে ফাইজার বা মডার্নার টিকা নেয়ার পরামর্শ দিয়েছে দেশটির ভ্যাকসিন কমিটি।
ইউরোপ ও আফ্রিকায় ডেল্টার কারণে করোনা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমণ রোধে বেশ কয়েকটি শহরে রাত্রিকালীন কার্ফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে পর্তুগাল।
অন্যদিকে, দ্রুত ছড়িয়ে পড়া ডেল্টা ধরনের সংক্রমণ রোধে ৫০ উর্ধ্ব নাগরিকদের করোনা টিকার ৩য় ডোজ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। ডেল্টা ধরনে সংক্রমণ ৬০ শতাংশ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ ৩ গুণ বাড়িয়েছে ইন্দোনেশিয়া।