তীব্র তাপদাহের কারণে কানাডার উত্তর-পশ্চিমাঞ্চলে দাবানল শুরু হয়েছে। ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের লিটন নামে একটি গ্রামের ৯০ শতাংশই দাবানলে পুড়ে গেছে। তীব্র গরমে দেশটিতে এখন পর্যন্ত ৫০০ জনের মৃত্যু হয়েছে।

বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বাতাসের প্রবাহের কারণে আশেপাশে ছড়িয়ে পড়ছে দাবানল। ঘরবাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন হাজারের বেশি মানুষ। প্রায় এক সপ্তাহ ধরে কানাডার পশ্চিমাঞ্চল এবং যুক্তরাষ্টের উত্তর পশ্চিমাঞ্চলে তাপদাহ অব্যাহত রয়েছে।

চলতি সপ্তাহে লিটনে কানাডার ইতিহাসে সর্বোচ্চ ৪৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা কিছুটা কমলেও মধ্যাঞ্চলের দিকে সরে যাচ্ছে তাপ প্রবাহ। অ্যালবার্টা, সাসকাচেওয়ান এবং ম্যানিটোবা প্রদেশের কিছু অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।

ব্রিটিশ কলাম্বিয়ার রাজধানী ভ্যানকুভারে ২৫টি কুলিং সেন্টার খোলা হয়েছে। প্রদেশটিতে এখন পর্যন্ত ৫শ জনের মৃত্যু হয়েছে। আর যুক্তরাষ্ট্রের ওরেগনে মারা গেছেন ৬৩ জন।