দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৩২ জন মারা গিয়েছেন। একইসয়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৮ হাজার ৪৮৩ জন।

শুক্রবার (০২ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি মতে, একদিনে নতুন আক্রান্ত শনাক্তসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৩০ হাজার ৪২ জন। এছাড়া মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৭৮ জন। একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ১২টি। দেশে করোনায় শনাক্তের হার ২৮.২৭ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার (০১ জুলাই) করোনায় ১৪৩ জনের মৃত্যু হয়। শনাক্ত হিয়েছিল ৮ হাজার ৩০১ জন।