দে‌শে ক‌রোনায় একদিনে আরও ১৪৩ জ‌নের মৃত্যু। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৬ জন। এ সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে আরো ৮ হাজার ৩০১ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৯ লাখ ২১ হাজর ৫৫৯ জনে।

বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন। আর এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন। সে হিসেবে দেশে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.০৮ শতাংশ।

এর আগে বুধবার (৩০ জুন) করোনায় মৃত্যু হয়েছিল ১১৫ জনের। ওই দিন আক্রান্ত হয়েছিল ৮ হাজার ৮২২জন।