গত একদিনে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৬৬ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনে।

এই দিনে দেশে করোনায় প্রাণহানি ঘটেছে আরো ১১২ জনের। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৩৮৮ জন।

মঙ্গলবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে গতকাল সোমবার (২৮ জুন) ৮ হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছিলো। যা দেশে করোনা শনাক্ত হওয়ার পরে একদিনে সর্বোচ্চ শনাক্ত।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর দশ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।