প্রথমবারের মত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ বিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার (২৯ জুন) দিনের শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার। এর আগে গত ৩ মে এই রিজার্ভ দাঁড়িয়েছিল ৪৫ বিলিয়ন ডলারে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাইরে থেকে প্রচুর রেমিট্যান্স এলেও বৈদেশিক মুদ্রার তুলনায় খরচ না হওয়ায় এবারের রিজার্ভ দ্রুত বেড়েছে।
এদিকে, ছয় বিলিয়ন ডলার করা হয়েছে রপ্তানি উন্নয়ন তহবিলের আকার। যা আগে ছিল সাড়ে ৫ বিলিয়ন ডলার। এখান থেকে রপ্তানিকারকেরা অল্প সুদে ঋণ নিতে পারবেন বলে জানা গেছে।
দেশে যে পরিমাণ রিজার্ভ আছে তা দিয়ে ১০ মাসের আমদানি দায় মেটানো সম্ভব। সাধারণত কোনো দেশ যদি ৬ মাসের আমদানি দায় মেটানোর মত রিজার্ভ রাখে তাহলে সেটাকে বলা হয় আপদকালীন দুর্যোগ মোকাবিলার জন্য যথেষ্ট।
গত বছরের করোনাকালের শুরু থেকে চাহিদার তুলনায় বৈদেশিক মুদ্রার সরবরাহ বৃদ্ধির কারণে রিজার্ভে একে একে যুক্ত হয়েছে ১৪ বিলিয়ন ডলার। ২০২০ সালের মার্চের শেষদিকে রিজার্ভ ছিল ৩২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।