দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরো ১১২ জনের। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৮ জন। এছাড়া একই সময়ে নতুন আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬৬৬ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত হয়েছে ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জন।
মঙ্গলবার (২৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ১১ হাজার ৭০০ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৯৭ শতাংশ।
এর আগে সোমাবার (২৮ জুন) করোনায় ১০৪ জনের মৃত্যু হয়েছিলো। ওই দিন আক্রান্ত হয়েছিলো ৮ হাজার ৩৬৪ জন।