টহলরত দলের ওপর সন্ত্রাসী হামলায় ৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। শুক্রবার বেলুচিস্তানের সিবি জেলার সানগান এলাকায় এ হামলা চালানো হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে এ খবর জানায় ডন অনলাইন।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এতে সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
নিহতরা হলেন, হাবিলদার জাফর আলি খান, ল্যান্স নায়ক হিদায়েতউল্লাহ, ল্যান্স নায়ক নাসির আব্বাস, ল্যান্স নায়ক বশির আহমেদ ও সিপাহি নুরুল্লাহ।
সন্ত্রাসী হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ নিন্দা জানিয়েছেন। নিহত সেনাদের রুহের শান্তি কামনা করেছেন।