কোভিড-১৯ সংক্রমণ রোধে বিভিন্ন জেলায় দেওয়া কঠোর লকডাউনের পরিপ্রেক্ষিতে কিছু রুটে ট্রেন চলাচল বন্ধ এবং কিছু স্টেশনে যাত্রাবিরতি কাটছাঁট করা হয়েছে।

মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ জেলা লকডাউনের আওতায় থাকায় আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত গাজীপুর জেলায় চলাচলরত তুরাগ এক্সপ্রেস ও কালিয়াকৈর কমিউটার ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। গাজীপুর জেলার সংশ্লিষ্ট স্টেশনে বিভিন্ন ট্রেনের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।

গাজীপুরের মধ্যে অবস্থিত সব স্টপেজ লকডাউন থাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেনসমূহ থামবে না।

গোপালগঞ্জ-রাজশাহীর মধ্যে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, খুলনা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী নকশিকাঁথা এক্সপ্রেস ও রাজবাড়ী-ভাঙা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী রাজবাড়ী এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

এ ছাড়া খুলনাগামী সব যাত্রীবাহী ট্রেন যশোর পর্যন্ত চলাচল করবে।