ভারতীয় ভ্যারিয়েন্টে আরও ভয়ংকর হচ্ছে। ৫৫ দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর সাথে আক্রান্তের সংখ্যা ছাড়ালো সাড়ে ৮ লাখ। ক্রমেই করোনার হটস্পটে পরিণত হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। একদিনে প্রাণহানি ৮২ জনের; এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে। এই পরিস্থিতিতে কুষ্টিয়া ও রাজবাড়ীতে লকডাউনের ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। আর আজ সোমবার (২১ জুন) থেকে ঢাকায় শুরু হচ্ছে ফাইজারের টিকাদান।
জাতিসংঘের উদ্যোগ কোভ্যাক্স থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ করোনা টিকা আসে জুনের প্রথম সপ্তাহে। এই টিকা কবে থেকে দেয়া শুরু হবে আর কারাইবা এই টিকা পাবেন তা নিয়ে অনেকের মনেই ছিলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে স্বাস্থ্য অধিদপ্তর জানালো সোমবার থেকে ঢাকার ৩টি হাসপাতালের টিকা কেন্দ্রে শুরু হচ্ছে ফাইজারের টিকা দান কার্যক্রম।
দেশে করোনা পরিস্থিতি যখন নাজুক হচ্ছে তখন স্বাস্থ্য অধিদপ্তর জানালো গেলো ২৪ ঘণ্টায় দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন। এরমধ্যে সবেচয়ে বেশি মারা গেছেন ২৮ জন খুলনা বিভাগে। এরপর আছে রাজশাহী বিভাগে ১০ জন। আর সারা দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাড়ে ৮ লাখেরও বেশি মানুষ।