দেশের প্রধান ৪টি রপ্তানি পণ্যের মধ্যে প্লাস্টিক খাত জায়গা করে নেবে বলে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যে প্লাস্টিক খাতে প্রায় ১ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবে।
শনিবার (১৯ জুন) রাজধানীর একটি হোটেলে অনলাইনে আন্তর্জাতিক প্লাস্টিক পণ্য, প্রিন্টিং ও প্যাকেজিং প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, স্থাপিত টেকনোলজি সেন্টরে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, কারিগরি দক্ষতা বাড়িয়ে আগামী ২০২৩ সালের মধ্যে ৯০ হাজার দক্ষ জনশক্তি তৈরি করা হবে।
আগামী মাসের ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত অনলাইনে আইপিএফ এক্সপো অনুষ্ঠিত হবে। এতে ১৯ দেশের ৪৮৩টি প্রতিষ্ঠান অংশ নেবে। প্রতিষ্ঠানগুলো অনলাইনেই তাদের পণ্য ও সেবা প্রদর্শন করতে পারবেন।