নওগাঁর ধামইরহাটে প্রায় সাড়ে ৪কেজি ওজনের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন কষ্টিপাথরের একটি বিষ্ণু দেবতার মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। যার বাজার মূল্য ৩কোটি ৫০লক্ষ টাকা।
শুক্রবার (১৮ জুন) রাতে উপজেলার ২নম্বর আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গত হঠাৎ পাড়া নামক এলাকা থেকে এটিকে উদ্ধার করা হয়।
জানা গেছে, ওই এলাকার সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির পূর্ব পার্শ্বে শ্রমিক দিয়ে মাটি খননের সময়ে কষ্টিপাথরের ১টি মূর্তি পরিত্যাক্ত অবস্থায় দেখতে পান শ্রমিকরা। পরে উক্ত সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ধামইরহাট থানার এসআই মো. আলমগীর হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ রাস্তার ধারে পরিত্যক্ত অবস্থা থেকে বিষ্ণু দেবতার মূর্তিটি উদ্ধার করেন।
উদ্ধারকৃত বিষ্ণুমূর্তিটির ডান হাত ও হাটু পর্যন্ত ভাঙ্গা, যার উচ্চতা (দৈর্ঘ্য)-১৪.৩ ইঞ্চি, প্রস্থ মাঝখানে ১০ইঞ্চি এবং প্রস্থ নিচে ০৬ ইঞ্চি। যাহার ওজন ৫.৪৪০ কেজি এবং মূর্তিটির কথিত বাজার মূল্য অনুমান তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা।
এটিকে উদ্ধার করে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।