রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ৫ জন করোনায় ও ৮ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান বলে জানিয়েছে রামেক কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে রামেক উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মোট ১৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন ও কুষ্টিয়ার একজন। করোনা আক্রান্ত ৫ জনের মধ্যে ৩ জনের বাড়ি রাজশাহী, ২ জন চাঁপাইনবাবগঞ্জের। অন্যদিকে, উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন ও কুষ্টিয়ার একজন। এদের সবাইকে পরিবারকে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে দাফন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।