করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে তিন হাজার ৪০৩ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল তিন লাখ ৬৩ হাজার ৭৯ জনে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার সকালে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে তিন হাজার ৪০৩ জন। এ সময়ে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৭০২ জন। এ নিয়ে দেশটি মোট আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮২৩ জন।

এর আগে বৃহস্পতিবার দেশটিতে রেকর্ড ছয় হাজার ১৪৮ জনের মৃত্যু হয়েছিল।

চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৮৮ হাজার ৭১২ জনের। আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৫৬ লাখ ২১ হাজার ৭৯০ জন।