করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় রাজশাহী মহানগরে লকডাউন ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টা থেকে শুরু হয়ে এই লকডাউন চলবে আগামী ১৭ জুন মধ্যরাত পর্যন্ত। এ লকডাউন কার্যকর হবে শুধু মহানগর এলাকায়।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘোষণা দেয় স্থানীয় প্রশাসন।
এর আগে রাজশাহীর সার্কিট হাউসে রাত সাড়ে ৯টার দিকে করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন সেখানকার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।