রাশিয়াকে সতর্ক করে তিনি বলেছেন যে, ‘আমরা রাশিয়ার সঙ্গে সংঘাত চাই না। আমরা চাই একটি স্থিতিশীল ও প্রতিশ্র“তিশীল সম্পর্ক। তবে এ বিষয়ে আমার বক্তব্য পরিষ্কার- রাশিয়ার সরকার যদি কোনো ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িয়ে থাকে তাহলে যুক্তরাষ্ট্র এর একটি বিস্তৃত ও অর্থপূর্ণ উপায়ে জবাব দেবে। রাশিয়া যদি ক্ষতিকর কোনো কাজে যুক্ত হয় তাহলে তাদের ‘কঠোর পরিণতির’ মুখোমুখি হতে হবে।
স্থানীয় সময় বুধবার ব্রিটেন পৌঁছে মিলডেনহল বিমানঘাঁটিতে প্রায় এক হাজার বিমানসেনা ও তাদের পরিবারের সদস্যদের সামনে এক ভাষণে এসব কথা বলেন বাইডেন। খবর বিবিসির।
আগামী ১৩ জুন বাইডেন উইন্ডসর ক্যাসলে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপ জি-৭ নেতাদের বৈঠকে যোগ দেবেন। স্থানীয় সময় শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার) ব্রিটেনের পর্যটন শহর কর্নওয়ালের কারবিস বে’তে শুরু হওয়ার কথা রয়েছে। এই সফরের সবচেয়ে উল্লেখযোগ্য সূচিটি হচ্ছে আগামী সপ্তাহে জেনেভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক।