অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকার উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)।

চলতি মাসে সাড়ে ৬ কোটি ডোজের জায়গায় জুনে প্রায় ৯ কোটি ডোজ টিকা উৎপাদন করা হবে বলে কোম্পানির এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন।

সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে প্রথম করোনা টিকা আমদানির চুক্তি করে বাংলাদেশ।  ভারতে করোনার দ্বিতীয় ঢেউ প্রকট আকার ধারণ করায় টিকা রফতানি সাময়িক বন্ধ করে দেয় সেরাম।  ১ কোটি টিকা আসার পর বাংলাদেশ আর টিকা পায়নি। টিকা আসার কথা ছিল ৩ কোটি।