ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাংসদ, লেটস গো-অন ফাউন্ডেশন “এলজিএফ” এর প্রতিষ্ঠাতা প্রধান পৃষ্ঠপোষক সদস্য, বাংলাদেশ ইয়ুথ ক্লাব “বিওআইসি” এর সহ-প্রতিষ্ঠাতা সেন্ট্রাল কার্যনির্বাহী কমিটির সদস্য, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান “স্বপ্ন স্কুল” এর প্রতিষ্ঠাতা এবং কার্যনির্বাহী সদস্য ও “বন্ধন”(স্বেচ্ছায় রক্তদান) এর প্রতিষ্ঠাতা আজীবন সদস্য লক্ষ্মীপুর-৩ (সদর) তথা সমগ্র লক্ষ্মীপুরবাসী ও দেশবাসী সর্বস্তরের সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের অফুরন্ত শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন “এ কে এম শাহজাহান কামাল”।
ঈদুল ফিতর উপলক্ষ্যে গণমাধ্যমকে দেয়া এক শুভেচ্ছা বিবৃতিতে তিনি জানান, লক্ষ্মীপুর-৩ (সদর) তথা সমগ্র লক্ষ্মীপুরের সর্বস্তরের সকলকে, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মীদেরকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ-উল-ফিতরের অফুরন্ত শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ঈদ ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেয় ও ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাইকে আনন্দের এক সূতায় বেঁধে দেয়। হিংসা বিদ্বেষ ও ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থ্যতার সহিত ঈদ উদযাপন করবে বলে আমরা দোয়া কামনা করছি। আসুন আমরা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাদক ও সন্ত্রাস মুক্ত একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
তার পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি সবাই মেনে চলুন ও নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আসুন সকলে সতর্ক থাকি এবং বেশী বেশী আল্লাহর কাছে দোয়া চাই যাতে আল্লাহ আমাদেরকে এই গজব থেকে মুক্তি দেন’।