রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে ট্রাকের চাপায় মোহাম্মদ কামরুল হাসান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাত আড়াইটায় মাতুয়াইলে স্থানীয় মেডিকেলের বিপরীত পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় কামরুলকে উদ্ধার করে ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কামরুলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই  মো. মাসুদুল।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, কামরুল হাসান একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করতেন।

রাতে শপিং করে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে মাতুয়াইলে মেডিকেলের বিপরিতে রাস্তায় একটি অজ্ঞাত কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যাওয়ায় অপর একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহতের বাবা ইসহাক আহাম্মেদ জানান, রাতে শপিং করে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন কামরুল।

মৃত কামরুল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ইসহাক আহাম্মেদের ছেলে।

বর্তমান যাত্রাবাড়ী মাতুয়াইল সাদ্দাম মার্কেট এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।