মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের ওপর হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। গত বৃহস্পতিবার শক্তিশালী একটি বিস্ফোরণে গুরুতর আহত হন মালদ্বীপের বর্তমান স্পিকার নাশিদ।
পুলিশ জানিয়েছে, সাবেক প্রেসিডেন্টের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত চার সন্দেহভাজনের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে ‘মূল সন্দেহভাজন’-এর পরিচয় বা অন্য কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
একটি টেক্সট মেসেজে পুলিশ নিশ্চিত করেছে, শনিবার সন্দেহভাজন যে ব্যক্তির ছবি প্রকাশ করা হয়েছিল, তাকেই গ্রেফতার করা হয়েছে বলে বিশ্বাস কর্তৃপক্ষের। চতুর্থ আসামি এখনো পলাতক।
নাশিদের ওপর এ হামলায় ধর্মীয় উগ্রবাদীদের দায়ী করেছেন নিরাপত্তা কর্মকর্তারা। তবে এর পেছনে ঠিক কাদের হাত রয়েছে তা এখনো নিশ্চিত নয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৫৩ বছর বয়সী এ নেতাকে বেশ কয়েকটি অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয়েছে। নাশিদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন বলে জানিয়েছেন তার এক আত্মীয়।
মালদ্বীপের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হওয়া এ নেতা পরের নির্বাচনে হেরে যান। কারাদণ্ড থাকায় ২০১৮ সালের নির্বাচনে অংশ নিতে পারেননি নাশিদ, তবে মালদ্বীপের রাজনীতিতে এখনো বেশ প্রভাব রয়েছে তার।
সূত্র: এপি