মানিকগঞ্জে যাত্রীবাহী মিনিবাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার সকাল ৭টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় এখনো জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর হোসেন জানান, সকাল ৭টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় মিনিবাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিদের নাম পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে।
মরদেহটি দুইটি উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।