আফগানিস্তানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালিবানরা।

সোমবার তালেবানরা এ ঘোষণা দেয়। বুধবার অথবা বৃহস্পতিবার সকাল থেকে ওই যুদ্ধবিরতি কার্যকর হবে। খবর আরব নিউজের।

ঈদের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ওই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানায় তালেবানরা। অর্থাৎ ঈদের আগের দিন থেকে শুরু হয়ে ঈদের পরের দিন পর্যন্ত থাকবে ওই যুদ্ধবিরতি।

উল্লেখ্য, গত শনিবার কাবুলের পশ্চিমে শিয়া অধ্যুষিত দাশতে বারচি এলাকার একটি স্কুলের সামনে বোমা হামলায় ৬০ স্কুলছাত্রী নিহত হয়েছে।আহত হয়েছে আর দেড় শতাধিক ছাত্রী।ওই হামলার জন্য তালেবানকেই দায়ি করেছে আফগান সরকার।যদিও তালেবানরা তা অস্বীকার করে আসছে।এ অবস্থায় তালেবানদের এ যুদ্ধবিরতির ঘোষণা কিছুটা হলেও স্বস্থি দিচ্ছে আফগান সরকারকে।