সুনামগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে শুকুর আলী (২০) নামে এক যুবক খুন হয়েছেন।
শনিবার রাতে নিহতের মা জাইরুন্নেছা বেগম বাদী হয়ে বন্ধু শাকিল আহমদকে (২০) অভিযুক্ত করে একটি হত্যা মামলা করেছেন।
এর আগে দুপুরে জেলা শহরের পৌর ভবনের সামনে ওই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
নিহত শুকুর সদর উপজেলার মল্লিকপুর আবাসিক এলাকার মৃত মজলু মিয়ার ছেলে।
অভিযুক্ত শাকিল শহরের ষোলঘর আবাসিক এলাকার নেছাউর রহমান ওরফে নুর উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, পূর্বশত্রুতার জের ধরে শনিবার দুপুরে পৌর ভবনের সামনে পেছন দিক থেকে ছুরিকাঘাতে শুকুরকে আহত করে ফেলে রেখে যায় শাকিল।
এর পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একসময়ের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন শাকিল ও শুকুর। পেশায় দুজনই ছিলেন রিকশাচালক।
সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান এ তথ্য বলেন, ঘাতককে গ্রেফতার করতে পুলিশ অভিযানে রয়েছে।