ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দোকানের বকেয়া পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ১ জন নিহত ৩ জন আহত হয়েছেন। শুক্রবার ইফতারের পূর্বে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের ভারতি বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, দোকান মালিক শাহ আলম প্রতিবেশী সোহেল মিয়ার কাছে পাওনা ৪ হাজার টাকা চাওয়ায় তাদের মাঝে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।

এতে শাহ আলমের চাচা আজিজুল হক, হুমায়ুন কবির বাবলু, আমিনুল ইসলাম ও সালাউদ্দিন মাস্টার আহত হন। আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আজিজুল হকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে পথেই তিনি মারা যান।

শনিবার নিহতের স্ত্রী জোছনা আক্তার বাদী হয়ে সাকুয়া আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সালাউদ্দিনসহ ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, শনিবার এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিদের ধরার চেষ্টা চলছে।